জৈন্তাবাসীর হৃদয়ের মনিকোঠায় স্থান বানিয়ে চলে গেলেন জনাব সিরাজ উদ্দীন আহমেদ। এম.মুশতাক আহমদ 

    সিরাজ উদ্দীন আহমেদ একটি নাম,একটি ইতিহাস,একজন সত্যিকারের জনদরদী,জৈন্তার মাটি ও গণমানুষের নেতা,অবহেলিত জৈন্তার অধিকার আদায়ের এক বলিষ্ঠ কন্ঠস্বর।অন্যায়ের বিরুদ্ধে এক অকতোভয় সৈনিক। জৈন্তাবাসীর সকল ন্যায্য দাবি আদায়ে তিনি ছিলেন অগ্রপথিক।অনৈসলামিক কার্যকলাপের বিরুদ্ধে ছিলেন এক সীসেঢালা প্রাচীর।একজন নামাজী-পরহেজগার এক সজ্জন ব্যাক্তিত্ব।   প্রান্তিক জনপদ ঐতিহাসিক জৈন্তাপুরের নিজপাট চুনাহাটি গ্রাম তাঁর পৈতৃক নিবাস।তিনি ২৮শে ফেব্রুয়ারী ১৯৪৯ ঈসায়ী সনে এক সম্ভান্ত-ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা মৃত জনাব আলহাজ্ব রশীদ আলী তাঁর মাতা মৃত হামিদা খাতুন।উভয়ই ছিলেন অত্যন্ত ধার্মিক ও শিক্ষানুরাগী।   তিনি ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের জাতীয় পার্টির … Continue reading জৈন্তাবাসীর হৃদয়ের মনিকোঠায় স্থান বানিয়ে চলে গেলেন জনাব সিরাজ উদ্দীন আহমেদ। এম.মুশতাক আহমদ